আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন এর সাথে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) আলীকদম উপজেলার পক্ষ থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৬ মে ২০২৫ইং) বিকাল ৩টায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আব্দুল্লাহ আল মুমিন এর সাথে সাক্ষাৎ করেনকরেন উপজেলা এনসিপির নেতৃবৃন্দরা।
সভায় উপজেলার পানি সংকট, রোহিঙ্গা ভোটার ইস্যু এবং হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরা হয়।
এনসিপির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংগঠক আলী হায়দার রাব্বী, সাজেদা ইসলাম, মো: রবিউল হাসান, মো: ফয়সাল, নুরুল ইসলাম শাহীন, মো: ইসমাইল, মো: হাবীব, মো: মিনহাজ উদ্দীন, জেকি ত্রিপুরা, আরমান ত্রিপুরা, জাকোব ত্রিপুরা, জিস্কেল ত্রিপুরা, সুজন ত্রিপুরা এবং আব্রাহাম ত্রিপুরা।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি সংগঠক এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ।
রোহিঙ্গা ভোটার ইস্যুতে ইউএনও আব্দুল্লাহ আল মুমিন বলেন, “তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পানি সংকট প্রসঙ্গে তিনি জানান, যেসব এলাকায় পানি সমস্যা রয়েছে সেখানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে ভুক্তভোগীদের দরখাস্ত জমা দেয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “এনসিপির যেকোন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।