1. live@alikadompratidin.com : আলীকদম প্রতিদিন : আলীকদম প্রতিদিন
  2. info@www.alikadompratidin.com : আলীকদম প্রতিদিন :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমের পোয়ামুহুরী সেনা ক্যাম্পের অভিযানে ৫,৫৫০ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তি আটক।  মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে সাংবাদিক ইসমাইল। আলীকদমে ৭৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক আলীকদমে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। আলীকদম সেনা জোন কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দুঃস্থদের আর্থিক সহায়তা প্রদান। পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জনাব জুলফিকার আলী ভুট্রো। ভিজিএফ চাউল বিতরণে অনিয়ম ও ইউপি সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আলীকদমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠিত। আলীকদমে ইউএনও’র সাথে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত আলীকদমে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত বালুগাড়ীর ধাক্কায় বৃদ্ধ মহিলা নিহত।

লামায় লুট হওয়া ২১ লাখ ১৭হাজার ২০০ টাকা উদ্ধার, আটক ৮

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলার আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশের একাধিক অভিযানে এখন পর্যন্ত ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, ডাকাতির টাকা মাটিতে পুঁতে রাখা হয়েছিল এবং আটককৃতদের দেওয়া তথ্যমতে মাটি খুঁড়েই এসব টাকা উদ্ধার করা হয়।

গত ৯ মে ভোর রাতে দেশীয় অস্ত্রধারী ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় অফিসে হামলা চালায়। তারা অফিসের কর্মচারীদের জিম্মি করে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নেয়। তবে শক্ত লোহার সিন্দুকে থাকা আরও ৩ কোটি ৮০ লাখ টাকা ডাকাতরা নিতে পারেনি।

ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় মামলা দায়েরের পর তদন্তে নেমে পুলিশ বান্দরবানের লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে এ পর্যন্ত তিন নারীসহ আটজনকে আটক করেছে।ঘটনাটি লামা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আটককৃতরা হলেন: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর এলাকার নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুর রহিম (৩৬), লামা পৌরসভার মো. সুজন (২৫), লামার বিলছড়ি এলাকার আনোয়ারা বেগম (৪৫), এবং করিমের স্ত্রী ও বোনসহ আরও একজন পুরুষ (নামের পরিচয় এখনো প্রকাশ করাহ য়নি)।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ১৭ মে করিমের স্ত্রীকে আটক করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী দুইটি স্থানে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ১৬ মে রাত ৭টায় ওয়াসের আলীর পাহাড়ি জমি থেকে আরও ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

লামা থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক জানান, আটক মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং এই ঘটনার মূল মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করা হচ্ছে। ওসি তোফাজ্জল হোসেন আরও জানান, “মামলার পর থেকেই তদন্ত চলমান রয়েছে। আমি এখনো দুর্গম এলাকায় অবস্থান করছি (নিউজ লেখার সময় শনিবার বিকেল ৪টা), তাই আটককৃত সকলের নাম এখন বলা সম্ভব নয়। তবে পুরুষ পাঁচজন ও নারী তিনজন—মোট আটজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতার এবং লুট হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট