আলীকদম -লামা- ফাঁসিয়াখালী সড়কে ফিটনেস বীহিন ঝুকিপূর্ণ বাস চলাচল বন্ধ উন্নত ও নিরাপদ গণপরিবহন চালুর দাবিতে আলীকদম উপজেলার সর্বস্থরের জনসাধারণের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫ইং) বিকাল ৩টায় আলীকদম প্রেসক্লাবের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষক শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পর্যটন, শিক্ষা ও শিল্প ও কৃষি ক্ষেত্রে অনেক এগিয়েছে। অথচ মানসম্মত গণপরিবহনের অভাবে স্থানীয় জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এর আগে বিআরটিসি বাস চালু হয়েছিল বাস মালিক সমিতির হামলার শিকার হয়ে বিআরটিসি সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরিজীবী কর্মস্থলে আসতে সমস্যার কথা উল্লেখ্য করা হয়। বাস সার্ভিস ভালো না থাকায় রোগি ও বয়স্ক ব্যাক্তিদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আলীকদম, সেনা জোন কমান্ডার, বিজিবি অধিনায়ক এবং উপজেলা নির্বাহী