আলীকদম প্রতিনিধি: ২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় আলীকদম জোন পরিচালিত আলীকদম কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলমের নিজ বাড়িতে টিউবওয়েল বসানো কে কেন্দ্র করে ইফতারের পরবর্তী মুহুর্তে অতর্কিত হামলা করা হয়েছে। শামসুল আলমের আপন ছোট ভাই মঞ্জুর এবং কিছু সন্ত্রাসী বাড়িতে হামলা করে। প্রথমে তাকে ইলেকট্রিক শক দিয়ে শামশুল আলমকে অজ্ঞান করে পরে সবাই মিলে দারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় ও শরীরের ৪৫ শতাংশ জখম করে।
শামসুল আলমের তিন মেয়ে বড় মেয়ে শাহরিন জান্নাত অনার্স (ভূটানি) তৃতীয় বর্ষ, কক্সবাজার সরকারি কলেজ, দ্বিতীয় মেয়ে ইসরাত জান্নাত এইচএসসি পরীক্ষার্থী আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, তৃতীয় মেয়ে নুরে জান্নাত- ৭ম শ্রেণি শিক্ষার্থী আলীকদম কিন্ডারগার্টেন তাদেরকে সহ লোহার রট দিয়ে আঘাত করে ও শারীরিক নির্যাতনের চেষ্টা করা হয়।
বর্তমানে শামসুল আলমকে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেপার করা হয়।