আলীকদম উপজেলা প্রতিনিধিঃ
আলীকদম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
"গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণসবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান”—এই প্রতিপাদ্যে
আজ শনিবার(২৮ জুন ২০২৫ইং) বিকাল ৪ টার সময় আলীকদম সেনা জোন সংলগ্ন মাতামুহুরী ব্রিজ অতিক্রম করে পোয়ামুহুরী সড়ক সংলগ্ন এলাকায় এই কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যুব বিভাগের আলীকদম উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম রাজু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সেক্রেটারি আমজাদ সাদেকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাসুক এলাহি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বান্দরবান পার্বত্য জেলা সভাপতি কলিম উল্লাহ, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম মাওলানা মো. ছলিম উল্লাহ সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-ও বৃক্ষরোপণে উৎসাহ দিয়েছেন, যা আমাদের প্রেরণা।”
এই কর্মসূচির আওতায় রাস্তাঘাটের পাশে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বসতবাড়ির আশপাশে ফলজ ও বনজসহ নানা প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
এছাড়াও পথচারীদের মাঝে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
জমির উদ্দিন
আলীকদম উপজেলা
২৮/০৬/২০২৫ইং