আলীকদম উপজেলা প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বুধবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জোন সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবার, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা ও আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্র-ছাত্রীদের মধ্যে খাবার বিল, চিকিৎসা সহায়তা ও তাৎক্ষণিক অনুদান হিসেবে মোট ২ লাখ ৮৮ হাজার ৮৬ টাকা বিতরণ করা হয়।
জোন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরণের আর্থিক সহায়তা কার্যক্রম প্রতি মাসেই নিয়মিতভাবে পরিচালিত হয়ে থাকে। পাশাপাশি আলীকদম সেনা জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পেও অসহায়দের মাঝে সহায়তা প্রদান, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেনা জোনের এই মানবিক ও উন্নয়নমুখী উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।