আলীকদম উপজেলাঃ
আলীকদমে উপজেলায় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত বালিভর্তি একটি ডাম্পার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা মহিলা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সেমবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন সড়কে কাজ চলাকালীন একটি বালিবাহী ডাম্পার গাড়ি বেপরোয়া গতিতে এসে রাস্তা পার হতে থাকা এক বৃদ্ধা মহিলাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা ডাম্পারটি আটক করে রাখলেও চালককে ধরতে পারেননি।