লামা উপজেলাঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে লামা উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল।
২১ এপ্রিল ২০২৫ইং সোমবার মিছিলটি লামা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে পারভেজ হত্যার দ্রুত বিচার, হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল স্লোগান দেন।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “পারভেজের মতো মেধাবী একজন ছাত্র ও নেতা যেভাবে নির্মমভাবে হত্যা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
প্রতিবাদ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।