আলীকদম উপজেলাঃ
আলীকদম উপজেলার ইউবিএম ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ (৮ এপ্রিল ২০২৫) ইউবিএম ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযানে ফায়ার সার্ভিসের পানি ছিটিয়ে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মুমিন।
পরিবেশ আইন ও ইটভাটা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে ইটভাটার মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে, অভিযানের পর ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার চুল্লিতে পানি ছিটিয়ে সম্পূর্ণভাবে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য যে, সরকারি নির্দেশনা অনুযায়ী, ইটভাটাগুলোকে পরিবেশসম্মত ও নিয়ম মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রকার অনিয়ম বা পরিবেশ দূষণ করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সতর্ক করেছে।